অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন, চমক দিতে কখনও ভোলেন না রিয়া সেন । গ্ল্যামারের দিক থেকে অতুলনীয় রিয়া, মেকআপ নিয়ে এক্সপেরিমেন্টের কথা উঠলেও রিয়ার নাম সেখানে আসবেই ! নানা ধরনের লুক, নানা হেয়ার স্টাইলে ছবি তোলেন জুনিয়র সেন, সে সব পোস্টও করেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ।
See more
কখনও সমুদ্রের ধারে, কখনও রঙিন পালকের মুকুটে, কখনও বা নতুন কায়দার হেয়ার স্টাইলে বারবার অনন্য হয়ে ওঠেন রিয়া আর প্রতিটি লুক তাঁকে মানিয়েও যায় দারুণ । রিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে আমরা সাজিয়ে দিলাম আমাদের পছন্দের সেরা সাতটি লুক ।
দেখুন তো এর মধ্যে কোনটা আপনার সবথেকে পছন্দের মনে হচ্ছে ।
Advertisement