অভিনেতা সুশান্তের মৃত্যুর জন্যে তার অনুগামীদের মধ্যে আজও ক্ষোভের আগুন জ্বলছে। সবার মতে তাদের প্রিয় অভিনেতাকে জেনেশুনে খুন করা হয়েছে। তারা তদন্তের দাবি জানিয়েছে বারবার। তার ওপর ভিত্তি করে অনেক কে ডেকে তদন্ত করেছে পুলিশ!
সুশান্তের মৃত্যুর জন্যে তার বান্ধবি রিয়াকেই দায়ী করছেন সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক সুশান্তের ওই বান্ধবী জানিয়েছেন, ”সুশান্তের ফোন পুরোপুরি রিয়ার হেফাজতে ছিল।
অভিনেতার ক্রেডিট কার্ড রিয়াই ব্যবহার করত, এমনকি সেটা দিয়ে ৪ লক্ষ টাকা দামের তিনটে ফোন কিনেছিল ও। যার মধ্যে দুটো ফোন রিয়া ফ্ল্যাট ছেড়ে যাওয়ার সময় নিয়ে যায়।” এবার ের সাথে উঠে এলো ওপর চাঞ্চল্যকর তথ্য।

সুশান্তের বাবা অভিযোগ করেন, তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিয়া ১৫ কোটি সরিয়েছেন। এমনকী, সুশান্তের ডেবিট এবং ক্রেডিট কার্ডও রিয়া ব্যবহার করে অর্থের নয়ছয় করতেন বলে অভিযোগ করেন কে কে সিং।
সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের ব্যাঙ্কে গিয়ে তল্লাসি করবে বিহার পুলিস। রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩৪২,৩৮০,৪০৬ এবং ৩০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।