ও সাকি সাকি গানটি শোনেনি এমন মানুষ হয়তো খুব কমই আছেন। এই গানটির আবির্ভাব মূলত ২০০৪ সালে। ২০০৪ সালে মুসাফির সিনেমাটি মুক্তি পেয়েছিল। আর এই গানটি ছিল ওই সিনেমার। তার পর প্রায় দীর্ঘ ১৬ বছর কেটে গেছে। পছন্দের গানের তালিকায় জায়গা করেনিয়েছে নতুন অনেক গান। কিন্তু গত বছর ও সাকি গানটিকে ফের রিক্রিয়েট করা হয়। এবং গানটির সাথে নোৱা ফাতেহার নাচ ফের ঝড় তোলে দর্শকদের মনে।
আর তার পর থেকেই বহু সময় বহু মানুষকে দেখা গেছে এই গানের তালে নাচতে। যার মধ্যে বাদ নেই বাচ্চারাও। সম্প্রতি এমনি দুই ক্ষুদে বাচ্চা এই গানটির তালে নেচে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এবং প্রশংসা কুড়িয়েছেন সকলেরই।
সম্প্রতি নয়নিকা তনয়া নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও টি ছাড়া হয়। যেখানে বাচ্চা দুটির নাচের স্টেপের সাথে তাদের অঙ্গ ভঙ্গি মাত করে দেয় দর্শকদের। এবং যার ফলে ভিডিও ছাড়ার সাথে সাথেই তুমুল গতিতে লাইক শেয়ার পড়তে থাকে ভিডিওটিতে। ওই চ্যানেলে বাচ্চা দুজনের আরো বেশ কয়েকটি সুন্দর নাচের ভিডিও আছে। যা থেকে বোঝা যায় তারা অল্প বয়সেই বেশ ভালো নৃত্য পরিবেশন এ দক্ষ হয়ে উঠছেন।