কলমে কলকাতা ডেস্ক – গত রবিবার দেখা গিয়েছিল এই মরশুমের প্রথম কালবৈশাখী। যার প্রভাব বেশী পরেছিল বীরভূম, নদীয়া সহ আরও বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে বোলপুরে এই কালবৈশাখীর প্রভাব পরেছিল মারাত্মক। আচমকা ঝর বৃষ্টিতে লন্ডভন্ড হয়েছিল সব কিছু। কালবৈশাখীর জেরে বেশ কিছু জায়গায় হয়েছিল শিলা বৃষ্টিও।
See more
ফের আবার কালবৈশাখী ধেয়ে আসছে! এমন তাই জানালো আলিপুর হাওয়া অফিস। আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই ঝারগ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় এই কালবৈশাখীর দেখা মিলবে। যার জেরে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। তেমন টাই জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন