কলমে কলকাতা ডেস্ক – বুধবার বিকেল বা সন্ধ্যের দিকেই তামিলনাড়ু ও পদুচেরির উপকূলে আছড়ে পড়তে চলেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার। আবহাওয়াবিদরা জানিয়েছেন করাইকাল এবং মমোল্লাপুরমের মধ্যে দিয়ে আঘাত হানতে পারে এই ঝড়।
ইতি মধ্যেই ঝড়ের ক্ষয় ক্ষতি রুখতে তৎপর দুই রাজ্যের সরকার। জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। দুই রাজ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ১২০০ সদস্যকে তৈরি রাখা হয়েছে উদ্ধার কাজের জন্য। স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে আরো ৮০০ জনকে।
আবহাওয়া বিদরা জানাচ্ছেন, প্রথমে ভাবা হয়েছিল নিভার একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরের উপর শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে নিভার। তাদের পূর্বাভাস যেই সময় নিভার আছড়ে পড়বে তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটার।
যা সর্বোচ্চ হতে পারে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা।
হাওয়া বিদরা জানাচ্ছেন শুধু প্রবল বেগে হওয়ায় নয় নিভারের ফলে তামিলনাড়ু ও পদুচেরির কিছু জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। যার জেরে বিদ্যুৎ এ সমস্যা হতে পারে। এনসিএমসি নজর রাখছে গোটা পরিস্থিতির উপর।