কলকাতা- এবার ছত্রধর মাহাতোর ডাক পড়ল গেরুয়া শিবিরে। ডাকলেন স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গতকাল সোমবার বিকেলে গোপীবল্লভপুরের একটি ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যেই দিলীপ ঘোষ পদ্ম শিবিরে ছাত্রধর মাহাতোকে আহ্বান জানান।
সোমবার বিকেলে গোপীবল্লভপুরের একটি ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে এসেছিলেন দিলীপ। সেখানে অনুষ্ঠান মঞ্চেই বিজেপি-র রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘‘ছত্রধর মাহাতোকে বলছি, আপনি যে লড়াই মানুষের জন্য করেছেন, যাঁর জন্য করেছেন তিনি আপনাকে জেলে পাঠিয়েছিলেন।
আজ ভোট আসছে বলে জেল থেকে বার করে আনা হল। তাঁকে আবার পদ দেওয়া হয়েছে। স্ত্রীকে দেওয়া হয়েছে চাকরি। এসব বাংলার মানুষ মেনে নেবে না। ভুলে যাবেন না, দিদিমণি আপনাকে বোকা বানিয়েছিলেন। উনি সারা রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন।’’