করোনার সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। এসময় ঘরবন্দী মানুষকে বিনোদন দিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দূরদর্শনে শুরু হয়েছে পুরনো সব জবপ্রিয় সিরিয়ালের পুনঃপ্রচার।
সে তালিকায় আছে রামানন্দ সাগরের ‘রামায়ণ’। যেখানে রামের অবতারে দেখা গিয়েছিল অভিনেতা অরুণ গোভিলকে। সীতা হয়েছিলেন দীপিকা।

টিভিতে আবারও রামায়ণ শুরু হওয়ায় স্বাভাবিকভাবে খুশি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা৷ খুশি রাম চরিত্রের অরুণ গোভিলও ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা গিয়েছে অরুণ গোভিল তার নাতি-নাতনিদের নিয়ে টিভিতে রামায়ণ দেখছেন৷
অভিনেতা অরুণ গোভিল গণমাধ্যমে জানিয়েছেন, ‘আমার নাতি-নাতনিরা শুধু রামায়ণ দেখছেই না৷ আমার কাছে ধারাবাহিকের শুটিং নিয়েও নানা প্রশ্ন করছে৷ তারা আমার অভিজ্ঞতা জানতে চাইছে। বিষয়টি আমি খুব উপভোগ করছি।’
রাম-সীতার গল্পটিকে নতুন করে উপভোগ করছেন ভারতের দর্শকও, তা আর বলার অপেক্ষা রাখে না। তার একটা প্রমাণ মিললো নাতি-নাতনি নিয়ে রামায়ণ দেখতে বসা রামের ছবিটা ভাইরাল হওয়াতে।