কলমে কলকাতা ডেস্ক – ভোট শুরু হওয়ার আগে থেকে ফের শাসকদলের চাপ বারাচ্ছে সারদা ও রজভ্যালি। ভোটের আগে আগেই শাসকদলের বেশ কিছু নেতাকে তলব করেছিলেন ইডি। জাদের মধ্যে কুনাল ঘোষ, মদন মিত্রদের বিরুধে সারদা কাণ্ডে ‘নতুন লিংক’ খুজে পেয়েছিলেন বলে তলব করেছিলেন বলে জানা গিয়েছিল। এবার ইডি র নেওয়া আরও একটি পদক্ষেপে বিপাকে শাসকদল।
এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়ের তিন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো। প্রসঙ্গত, শতাব্দী রায় ছিলেন সারদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর । এবং কুনাল ঘোষ সেই সময় সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি খবরের চ্যানেলের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। তার ভিত্তিতেই তাদের কাছে থাকা সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। সারদা কাণ্ডে এখন পর্যন্ত সর্বমোট ৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।