আচমকা জাপটে ধরেছে শীতের ভুত। এই শীতে বহু সংখ্যক মানুষ সর্দি জ্বরে ভুগতে পারেন বলে পুরসভাকে জানিয়ে দিয়েছেন রাজ্য স্বাস্থ দপ্তর। ভাইরোলজিস্টরা জানিয়েছেন, যাঁদের কো-মর্বিডিটি আছে, বিশেষ করে ফুসফুসের নানা অসুখ রয়েছে তাঁদের এবারের শীত খুবই ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে। আর এই কারনেই আরও ৫০টি কোভিড পরীক্ষা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা ( KMC)।
শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে পুরসভার ৭২টি সেন্টারে অ্যান্টিজেন টেস্ট মারফত করোনা পরীক্ষা হচ্ছে। পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিষয়ক প্রশাসক অতীন ঘোষ মঙ্গলবার জানিয়েছেন, “প্রচণ্ড শীতের কারণেই করোনার অ্যান্টিজেন পরীক্ষা সেন্টার বাড়িয়ে দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই কলকাতায় রোগীর সংখ্যা প্রায় এক লক্ষ ছাপিয়ে গেছে ও মৃতের সংখ্যা প্রায় ২৫২৬। ডাক্তার দের মতে আক্রান্তের সংখ্যা আরও প্রচুর পরিমানে বৃদ্ধি পেতে পারে। প্রচণ্ড ঠাণ্ডার কারনে জ্বর সর্দি্তে খুব সহজেই আক্রান্ত হতে পারে মানুষ, আর তার কারনে কোভিডে আক্রান্তের ঝুঁকি ও খুব বেশি। তাই মানুষকে সাবধানতা বজায় রেখে চলতে বলা হয়েছে।