ফ্রান্সের একটি রেস্তোরাঁয় স্যান্ডুইচের অর্ডার দিয়েছিলেন এক ক্রেতা। দিতে দেরি করায় ক্ষেপে গিয়ে ক্রেতা গুলি করেন এবং ঘটনাস্থলেই ওয়েটারের মৃত্যু হয়।
See more
এনডিটিভি জানায়, প্যারিসের পূর্বের নইসি-ল্য-গ্রান্ডে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওয়েটারকে গুলি করার পর সন্দেহভাজন ওই ক্রেতা পালিয়ে যান।
তার খোঁজে অভিযান চলছে বলে শনিবার সাংবাদিকদের জানান এক তদন্ত কর্মকর্তা।
স্থানীয়দের একজন বলেন, ‘তাকে একটি স্যান্ডুইচের জন্য হত্যা করা হল, আমি বিশ্বাস করতে পারছি না।’ আরেক নারী বলেন, ‘এটা সত্যিই দুঃখজনক।
রেস্তোরাঁটির পরিবেশ খুবই শান্ত এবং এখানে কোনো ঝামেলা ছিল না। মাত্র কয়েক মাস আগে রেস্তোরাঁটি খোলা হয়।’
অন্য অনেকে বলেন, ওই এলাকায় মাদকচক্র বেশ সক্রিয় এবং সেখান প্রায়ই নানা অপরাধ ঘটে।
আরও পড়ুন